মতলব দক্ষিন উপজেলার নারায়নপুরে পরিবারের লোকজনের সাথে অভিমান করে শিমুল (১৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। গুরুতর অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্বজনরা নিয়ে আসার পর রবিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মৃত্যুর ১৭ঘন্টা পর্যন্ত সদর হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ বিভাগের মেঝেতে যুবকের লাশ পড়ে থাকে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর মডেল থানার এসআই জাহাঙ্গীর খবর পেয়ে হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর গ্রামের গোপাল দাসের ছেলে শিমুল বাজারের একটি সেলুনে কাজ করতো। গত কয়েকদিন যাবৎ সে পুজার বাহানা দিয়ে সেলুনের কাজে যায়নি। তাই তার ভাই ও মা গালমন্দ করলে সে গত রবিবার দুপুরে অভিমান করে কীটনাশক ঔষধ পান করে। ওই সময় সে প্রচন্ড ভুমি করে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর অবস্থায় তার স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিকেলে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মারা যাওয়ার ১৭ঘন্টা পর খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে। এই সময় হাসপাতালের কয়েকজন জানায়, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এইভাবে মৃত লাশটি হাসপাতালের মেঝে পড়ে রয়েছে। দ্বিতীয় তলায় মেঝেতে লাশটি পড়ে থাকতে দেখে সাংবাদিকসহ সচেতন ব্যাক্তিরা দায়িত্বরত চিকিৎসককে অবহিত করার পরও কাজ হয়নি। পরে বিকেল সাড়ে ৩টায় লাশটি হাসপাতাল থেকে থানায় নেয়া হয়।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।