সারাদেশেই অবরোধের পাশাপাশি হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। নির্বাচন প্রতিহত করতে শনিবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল ডাকা হয়। আর এ হরতাল কর্মসূচির মধ্যেই গতকাল রোববার চাঁদপুর শহরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। তবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৮ দলের কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। এ জন্য পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির নেতারাও বেশ সক্রিয় ছিলেন। ছাত্রলীগের র্যালীর সামনে ও পেছনে পুলিশ ছিলো। এ ছাড়া জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং জেলা বিএনপির সেক্রেটারী শেখ ফরিদ আহমেদ মানিকের বাসার সামনেও পুলিশ সতর্কাবস্থায় ছিলো। শুধু তা-ই নয়, ছাত্রলীগের র্যালীটি জেএম সেনগুপ্ত রোড অতিক্রম করার আগেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতারা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং শেখ ফরিদ আহমেদ মানিকের বাসার সামনে অবস্থান নেন। পুরো র্যালীটি সে এলাকা অতিক্রম করা পর্যন্ত নেতৃবৃন্দ সেখানে ছিলেন। যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে। নেতৃবৃন্দের এমন উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।