চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরের সুপরিচিত মা ডেকোরেটরের স্বত্বাধিকারী স্বপন সাহা চাঁদপুর ফিরে এসেছেন। প্রায় দেড় মাস নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় তিনি চাঁদপুর আসেন। তিনি বর্তমানে শহরের গুয়াখোলা রোডস্থ মরহুম আবু তাহের দুলালের ভাড়া বাসায় পরিবারের অন্য সদস্যদের সাথে আছেন। তিনি গতকাল কুমিল্লা থেকে চাঁদপুর আসেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে এতোদিন যাবৎ তার নিখোঁজ থাকার বিষয়ে আজ তিনি সংবাদকর্মীদের বিস্তারিত জানাবেন বলে জানান।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর থেকে স্বপন সাহা নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায় এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি নিখোঁজ বলে মডেল থানায় জিডি করা হয়। এমনকি গত ২/৩ দিন আগেও তার পরিবারের সদস্যরা জানান এখনও তার সন্ধান পাওয়া যায়নি।