স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সস্নুইচগেইট এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজের ২ দিন পর এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। প্রথমে লাশের পরিচয় পাওয়া না গেলেও পরে নিহতের ভাই এসে লাশ শনাক্ত করেন। নিহত ব্যক্তি হচ্ছেন বাগাদী ইউনিয়নের ছোবহানপুর গ্রামের পাটওয়ারী বাড়ির শাহজাহান পাটওয়ারীর পুত্র মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী (২৭)।
জানা গেছে, নিহত নুরুল ইসলাম ও তার ছোট ভাই ইসমাইল হোসেন এক সাথে বাগড়া বাজারে শাহ সিমেন্টের শো-রুমে শ্রমিক হিসেবে কাজ করতেন। ইসমাইল জানান, গত ২০ জুন দুপুরে তার ভাই মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী তার কাছ থেকে টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। দুপুরের পর ইসমাইল বাড়িতে গিয়ে ভাইয়ের খোঁজ করলে তার ভাবী জানান তিনি বাড়িতে আসেন নি। ইসমাইল আরো জানান, নুরুল ইসলাম মানসিক সমস্যায় ভুগছিলো। পরিবারের লোকজন নুরুল ইসলামকে বহু জায়গার খোঁজাখুঁজি করে। ২ দিন নিখোঁজ থাকার পর গতকাল ২২ জুন বুধবার সকাল সোয়া ৯টায় নুরুল ইসলামের গলিত লাশ সস্নুইচ গেইট এলাকায় স্থানীয় জনতা ডাকাতিয়া নদীতে ভাসতে দেখে। পরে চাঁদপুর মডেল থানার পুলিশকে খবর দেয়া হলে থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার মজুমদার সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে নুরুল ইসলামের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেন। মৃতের ভাই ইসমাইল হোসেন বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। মৃত নুরুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান ও ২২ দিন বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।