মিজান লিটন
চাঁদপুরের ডাকাতিয়া নদীতে নিঁখোজ স্কুল ছাত্র সবুজ মিয়ার (১৪) মৃতদেহ ১৬ ঘন্টার পর উদ্ধার করেছে স্থানীয় জনতা। শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
সবুজ চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের আলী হোসেনের ছেলে। সে শহরের আক্কাছ আলী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণী ছাত্র। তার বাবা রেওয়ের কর্মচারী বিধায় বড়স্টেশন রেলওয়ে কলোনীতে স্টাফ কোর্টারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
সবুজের পরিবার সুত্রে জানা যায়, সবুজ ও তার ৫-৬জন বন্ধু মিলে বৃহস্পতিবার বিকেলে বড়স্টেশন এলাকার রকেট ঘাট দিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এসময় সবুজ সাঁতার কাটতে কাটতে মাঝ নদীতে চলে যায়। ঠিক ওই সময়ে চাঁদপুর-নারায়নগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চ এমভি আল-ফালাহ ঢেউয়ের আঘাতে সুবজ পানির নিচে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।
শুক্রবার সকালে সবুজের লাশ মাছঘাট এলাকায় সুবজের লাশ পাওয়া গেলে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এটিএম আরিচুল হক জানান, সবুজের পরিবারের ইচ্ছায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।