শাহরিয়ার খান কৌশিক॥ চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্রকে হত্যা করার পর ডাকাতিয়া নদীতে ফেলে দিয়েছে দুবৃত্তরা। নিখোজ হওয়ার ৩ দিন পর ডাকাতিয়া নদী থেকে সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র শুভ সাহা চঞ্চল (২২) কে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার এসআই নিজাম উদ্দিন খবর পেয়ে ঢালীর ঘাট এলাকার ডাকাতিয়া নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। ডাকাতিয়া নদীতে যুবকের লাশ মাঝি মাল্লারা দেখতে পেয়ে থানায় খবর দেয়। এ সময় নিখোঁজ হওয়া শুভ সাহা চঞ্চলের পরিবার লাশের সন্ধান পেয়ে পুলিশের সাথে নদীর তীরে এসে লাশ সনাক্ত করে।
ঘটনার বিবরনে জানা যায়, নিখোঁজ হওয়া শহরের কোড়ালিয়া সাহা বাড়ির নারায়ন সাহার ছেলে শুভ সাহা চঞ্চল চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ম্যানেজম্যান্ট বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র। গত ৩০ নভেম্বর সোমবার রাত আড়াই টায় অজ্ঞাত এক যুবকের ফোন পেয়ে ঘর থেকে বেড়িয়ে পরে। এ সময় তার বাবাকে তাড়াতাড়ি চলে আসবে বলে দরজা খোলা রাখার জন্য বলে। রাত গভীর হতে থাকলে তার বাবা নারায়ন সাহা তার মোবাইলে ফোন করলে ফোনটি বন্ধ পায়। রাত পেরিয়ে গেলে পরের দিন আত্বিয় স্বজন ও তার বন্ধু বান্ধবদের কাছে অনেক খোজা খুজি করেও তার খোজ মেলেনি। পরে মঙ্গলবার তার পরিবারের লোকজন চাঁদপুর মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন ডায়রী নং ২৫ তারিখ ১/১২/২০১৫। আজবৃহস্পতিবার বিকেলে গুনরাজদী এলাকা থেকে ভাসতে ভাসতে ইচলী ঘাট হয়ে ডাকাতিয়া নদীতে ¯্রােতের কারনে কচুরীপানায় লাশটি আটকে যায়। এসময় থানায় ফোন করার পর পুলিশ ইচলী ঘাট এলাকায় লাশটি খুজতে থাকে। ¯্রােতের তোপে লাশটি ঢালীর ঘাট এলাকার সামনে ডকইয়ার্ড এলাকায় কচুরীপানার সাথে লাশটি আটকে যায়। পরে পুলিশ নৌকা নিয়ে কচুরীপানার ভিতর থেকে লাশটি উদ্ধার করে। এদিকে লাশ পাওয়া যাওয়ার খবর পেয়ে নিহত শুভ সাহা চঞ্চলের দুলাভাই ও তার স্বজনরা নদীর পাড়ে এসে লাশ সনাক্ত করে। পরে তার দুলাভাই শুভর গায়ে বেগুনী রং এর গেঞ্জি দেখে লাশ সনাক্ত করে। শ্যালকের লাশ শনাক্ত হওয়ার পর দুলাভাই কান্নায় ভেঙ্গে পরে। এদিকে লাশ ভেসে উঠার খবর পেয়ে ঢালীর ঘাট এলাকা ও পাশ্ববর্তী এলাকার উৎসুক জনতা ডাকাতিয়া নদীর তীরে ভীড় জমায়। নিহত শুভ সাহা চঞ্চল ১ ভাই ১ বোন,মা ও প্যারালাইসড পিতাকে নিয়ে তার পরিবার।
এদিকে নিহত শুভ সাহা চঞ্চলের পরিবারের দাবী শুভকে হত্যা করা হয়েছে। পরে তাকে নদীতে ফেলে দিয়েছে। রাতে তার ফোনে কে ফোন করেছিলো? ঐ ফোন পাওয়ার পরই সে ঘর থেকে বেড়িয়ে যায়। আর তাকে খুজে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।