মজমা বসিয়ে ঔষদ বিক্রয়। শহর-গ্রাম সবখানেই আছে এমন ঔষদ বিক্রেতাদের পদচারনা, শরুটা হয় আকর্ষনীয় কোন উক্তি দিয়ে। এর পর পথচারিদের আকৃস্ট করতে নেয়া হয় নানা কৌশল। উদ্দেশ্য একটাই, বেচতে হবে ঔষদ। তাই ছলেবলে কৌশলে মানুষের মন ভুলিয়ে অবশেষে ধরিয়ে দেয়া হয় নিজেদের তৈরী বাতের বড়ি।
———————————————-ছবি– তুলেছেন –আমাদের ফটো সাংবাদিক – এম.এ আকিব