স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের নিজ গাছতলা গ্রামে সম্পত্তিগত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়। জানা যায়, ছায়েদ গাজী, খলিল গাজী ও হাবু গাজীর ওয়ারিশদের সাথে কলমতর খান বাড়ির সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় সালিস বৈঠকও হয়েছে। গতকাল সকালে কলমতর খান, অলিল খান, মাসুদ খান, শাহাদাত খান, মমিন খান, কাউছার খান, রফিক খান, সামছল খান দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে সম্পত্তি দখল করতে আসে।
এ সময় মমিন গাজী (৩৮), আমিন গাজী (৩৭), বাবু (২৫), মিন্টু গাজী (৩৭), ফুলমতি বেগম (৫৫), জেছমিন বেগম (৩৬) বাধা প্রদান করলে উল্লেখিত ব্যক্তিরা এদেরকে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে তাদের আত্মীয়-স্বজনরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। মারাত্মক আহত ফুলমতি বেগম, জেছমিন বেগম ও মিন্টু গাজীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।