আগামী ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা বার্ষিকি উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় শহরের শহীদ মিনার এলাকার একটি ভবনে প্রতিষ্ঠাতা বার্ষিকি উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গৃহীত হয়।
সংগঠনটির আহ্বায়ক এম এ লতিফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শওকত করিমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, রেজাউল করিম, মোখলেসুর রহমান, মাহমুদা খানম, মো. শাহআলম, মোসাদ্দেক আল আকিব, আব্দুর রহমান গাজী, শরীফুল ইসলাম, আশিক বিন রহিম, মো. মুসলিম, মো. ফরহাদ আলম, অমিত সরকার, মোস্তফা কামাল সুজন, মো. সাইফুল ইসলাম।
আগামী ১ ডিসেম্বর নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা বার্ষিকি উপলক্ষ্যে শহরের কালিবাড়ি শপত চত্বর মোড়ে সকাল ১০টায় মানববন্ধনে চাঁদপুরের সকল সচেতন নাগরিকদের থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক এম এ লতিফ।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।