স্টাফ রিপোর্টার ===
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গতকাল জেলা গণ ফোরাম কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংগঠনের যুগ্ম সম্পাদক মনির গাজীর পরিচালনায় জেলা সভাপতি অ্যাডঃ সেলিম আকবর তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের প্রহসনের নির্বচনে বাংলার জনগণকে ভোট না দেয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নির্দলীয় সকরকারের অধিনে ও সকল দলের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন সকলের কাম্য। নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন না হলে তা গ্রহণ যোগ্য হাবে না। আমরা দ্রুত তফসিল ঘোষণা বাতিল করে আলোচনার মাধ্যমে দশম জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনসহ সরকারকে আহ্বান জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, রঞ্জিত রায়, আলী আশ্রাফ গাজী, ডা. রেজাউল করিম রেজা খান, রুহুল আমিন, ডা. মোস্তফা, বেলাল শেখ, স্বপন শেখসহ অসংখ্য নেতা-কর্মী।
শিরোনাম:
সোমবার , ২১ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।