আশিক বিন রহিম
জাতীয় বৃক্ষ রোপন কর্মসূচিতে এবার চাঁদপুর জেলা প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩ লক্ষ ৭৪ হাজার ২শ ৩১টি ফলজ ও ঔষুধী গাছের চারা রোপন করে এই কৃতিত্ব দেখায় ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুর জেলা। পাশাপাশি ২য় এবং ৩য় হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে- ভোলা ও নঁওগা জেলা। এই অনন্য কৃতিত্বের অবদান স্বরুপ গত ২৮ জুন ঢাকা শেরে বাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষ মেলা ২০১৪ উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট গ্রহণ করেন চাঁদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ফয়েজ উদ্দিন আহমেদ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, গত বছরে দেশের ৬৪ জেলায় কেন্দ্রীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বেধে দেওয়া লক্ষ্যমাত্রা চাঁদপুর জেলা ২০৭ ভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে। গত বছর বৃক্ষ রোপন কর্মসূচীতে চাঁদপুর জেলার লক্ষ্যমাত্রা ছিল ১লক্ষ ৮১ হাজার ২শ ৬০। তার মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অকান্ত পরিশ্রমের মাধ্যমে ৩লক্ষ ৭৪হাজার ৬শ ৩১টি ঔষুধ ও ফলের চারা রোপন করতে সক্ষম হয়েছে। বেধে দেওয়া লক্ষ্যমাত্রা থেকে দ্বিগুনের বেশী চারা রোপন করতে সক্ষম হওয়ায় চাঁদপুর জেলা কৃষি বিভাগকে দেশের প্রথম স্থান ঘোষণা করে পুরস্কৃত করা হয়। দ্বিতীয় স্থান পাওয়া ভোলা জেলার লক্ষ্যমাত্রা ছিল ১লক্ষ ৬৫ হাজার ৬শ ১৫টি, তম্মন্ধ্যে তারা ২লক্ষ ৯৯হাজার ২শ ৬৫টি গাছের চারা রোপন করে দ্বিতীয় স্থান অধিকার করে। তাদের গড় লক্ষ্যমাত্রা অর্জনের হার ১৯০%। তৃতীয় স্থান পাওয়া নওগাঁ জেলার লক্ষ্যমাত্রা ছিল ২লক্ষ ১২ হাজার ২শ ৬৫টি, তম্মন্ধ্যে তারা ৩লক্ষ ৮৯হাজার ৯শ ৭৩টি গাছের চারা রোপন করে তৃতীয় স্থান অধিকার করে। তাদের গড় লক্ষ্যমাত্রা অর্জনের হার ১৯০%। চলতি বছর এ পর্যন্ত জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর কর্তৃক ১লক্ষ ১৭ হাজার ৯৫টি ফলজ ও ৯হাজার ৮০টি ঔষুধী গাছের চারা রোপন করতে সক্ষম হয়েছে। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, এ সফলতার পিছনে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকলের অকান্ত পরিশ্রম ছিল। একজন মানুষ শ্বাসপ্রশ্বাসের জন্য প্রতিদিন ৩৫শ টাকার অক্সিজেন গ্রহণ করেন। অথচ আমরা অক্সিজেন বিনামূল্যে পেয়ে থাকি। ফলে আমাদের সকলের উচিত বছরে অন্তত একটি করে গাছের চারা লাগানো।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।