চাঁদপুর প্রতিনিধি:= পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি বলেছেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন সেই সংলাপের দ্বার এখনো উন্মুক্ত আছে। বিরোধী দলীয় নেত্রী যেদিন চাইবেন, সে দিনই সংলাপ হতে পারে।পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে তার নির্বাচনী এলাকা চাঁদপুরে অবস্থান করছেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্ধারিত সময়ে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সাংবিধানিক সংকটের সুযোগে যে অসাংবিধানিক শক্তি ক্ষমতা দখল করে, তার সুযোগ আমরা আর দিতে পারি না। বিরোধী দলের সাথে সংলাপের ব্যাপারে আন্তর্জাতিক মহলের কোনো চাপ আছে কিনা- এমন প্রশ্নের ব্যাপারে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী।মন্ত্রী আরো বলেন, অন্তর্র্বতীকালীন সরকার কবে গঠন হবে এবং এতে কারা কারা থাকবেন তা নির্ভর করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উপর।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।