স্টাফ রিপোর্টার:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মেফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সজাগ আছে। আগামী নির্বাচন নিয়ে যে কোন ধরনের ষড়যন্ত্র, খোঁচাখুচি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। সংবিধানের বাইরে বাঁকা পথে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা কারো পূরণ হবেনা।
তিনি শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজী মঈন উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সরকারের বাস্তবায়িত উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনুন্নত প্রান্তিক চরাঞ্চল উপজেলা মতলব উত্তরে আইটি পার্ক, বিশেষায়িত অর্থনৈতিক জোন, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, প্রত্যেক ইউনিয়নের পাকা রাস্তা অর্থনৈতিক ও সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন এনে দিবে। ত্রাণ মস্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার প্রত্যেকটি দুর্যোগে জনগণের পাশে থেকেছে। দীর্ঘমেয়াদী বন্যায় কোন লোক না খেয়ে থাকেনি। প্রধামন্ত্রীর সহানুভূতিশীল নির্দেশনায় ১১ লক্ষ রোহিঙ্গার সার্বিক ব্যবস্থাপনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ সময় আগামী নির্বাচনে নৌকার পক্ষে সমর্থন কামনা করেন তিনি।