স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নির্বাচনের দিন ও নির্বাচন পরর্বতী সহিংসতায় দেড়শতাধিক নারী-পুরুষ হাসপাতালে ভর্তি হয়েছে।এ ছাড়া শতাধিক নারী-পুরুষ ও যুবক প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ২৫০শয্যার হাসপাতালে এমনিতেই অতিরিক্ত রোগি চিকিৎসা নিচেছ। তার মধ্যে নির্বাচনী সহিংসতায় গত বৃহস্পতি ও শুক্রবার ২দিন দেড় শতাধিক নারী-পুরুষও যুবক হাসপাতালে ভর্তি হওয়ায় এখানে রোগীদের সিট না থাকায় ল্ফোরে রেখে চিকিৎসা দেওয়া হচেছ। হাসপাতালে অতিরিক্ত রোগি ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম ও বেগ পেতে হচেছ।রোগী ও তাদের ম্বজনদের উপস্থিতে ওয়ার্ডে ওয়ার্ডে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ফোলরে রেখে রোগিদের চিকিৎসা দেওয়ায় হাসপাতালে চলাচলে বাধা গ্রসতো হতে হচেছ।
চাঁদপুর সদরও হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিনন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থিদের সর্মথকদের মধ্যে সংঘর্ষে প্রায় আড়াই শতাধিক লোক আহত হয়েছে।এদের মধ্যে শতাধিক লোককে প্রাথমিক চিকিৎসা নিলেও দেড় শতাধিক ভর্তি রয়েছে। গত বৃহস্পতিবার ৩১মার্চ চাঁদপুর সদর ও হাইমরের ১৮টি ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সংষর্ষে হাইমচর, বিষ্ণুপৃর ,মৈশাদী,আশিকাঠি,কল্যানপুর,শাহমাহমুদপুর,রামপুর,তরপুরচন্ডী,বাগাদী,ইব্রাহিমপুর,চান্দ্রা,হানারচর,রাজরাজেশ্বর ইউনিয়নের কর্মী ও সমর্থকরা নিবাঁচন পরবর্তী ্এ সংষর্ষে লিপ্ত হয় ।