গাজী মো. নাছির উদ্দিন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৩ মাদকসেবীকে ৬ মাস জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফারজানা আলম। হাজীগঞ্জ থানা পুলিশ ৩ মাদকসেবীকে গ্রেফতার করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইলসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে অপরগতা স্বীকার করে। পরে ক্ষিপ্ত হয়ে সোমবার বিকেলে চাঁদপুর নির্বাহী ম্যাজিষ্ট্রেড ফারজানা আলমের আদালতে হাজির করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সাজা প্রাপ্তরা হলেন, উপজেলার ২ নং বাকিলা ইউনিয়ন স্বর্নœা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫), নূরুল হক গাজীর ছেলে মোশাররাফ (২২) ও সোলেমান গাজীর ছেলে মো. নূরু মিয়া (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বাকিলা ইউনিয়নের পালইক্কা বাড়ীর ইউছুফের ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রবিবার রাতে এস আই মাহমুদ সঙ্গীয় ফোর্স ৩ পুরিয়া গাঁজাসহ তাদের আটক করে।
পরে তাদের মোবাইল কোর্টে সাজা দেওয়ার জন্য উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এর কাছে উপজেলা কার্যালয়ে নিয়ে গেলে মোবাইল কোর্টে সাজা না দিয়ে পুলিশের সাথে খারাফ আচরন করে আটককৃত মাদকসেবীদের ফেরত পাঠিয়ে দেয়। পরে মাদকসেবীদের জেলা এডি এম কোর্টের ম্যাজিষ্ট্রেড ফারজানা আলমের কার্যালয়ে নিলে তিনি ৩ মাদকসেবীকে ৬ মাসের জেল সাজা প্রদান করেন
হাজীগঞ্জ থানার এস আই মাহমুদ বলেন, আমরা রাতে মাদকসেবীদের আটক করেছি। সোমবার ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এর কাছে নিয়ে গেলে তিনি খারাপ আচরণ করেন।ওইসময় তিনি বলেন, অল্প মাদকের উপরে আমি সাজা দিতে পারব না। মামলা দিয়ে কোর্টে পাঠিয়ে দিন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম আটকের বিষটি নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এর কাছে মাদকসেবীদের নিয়ে গেলে তিনি পুলিশের সাথে খারাপ আচরণ করে মাদকসেবীদের থানায় ফেরত পাঠিয়ে দেয়। তিনি এর আগেও এই ধরনের অনেক ঘটনা করেছেন। জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন ও জেলা পুলিশ সুপার মো. আমির জাফর কে এই বিষয়ে অবগত করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ইয়াবা- ফেন্সিডিল এর চেয়ে গাঁজার আইন বেশি কঠিন। তাই মাদকসেবীদের ফেরত দিয়েছি।
স্থানীয়রা জানাযায়, নির্বাহি কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম এর কাছে কেহ কোন বিষয়ে অভিযোগ বা সংবাদ দিলে তিনি বলেন, এটা এই দপ্তর ঐ দপ্তরের কাজ, এটা আমার কাজ নয় বলে বিষয়গুলু এড়িয়ে যান।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।