মো. শিমুল হাছান
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অভিযোগে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের আব্দুল হাকিম নামে এক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩৫৭ কেজি পলিথিন জব্দ সহ আরো দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মমতা আফরিন।
জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদগঞ্জ উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে মেসার্স নাইম ষ্টোরে ৩৫৭ কেজি পলিথিন জব্দ করে। এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুল হাকিমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় আব্দুল হাকিম বলেন আমাকে জেল দেন আমি কোথায় থেকে টাকা দিবো। এছাড়া একই বাজারে মেসার্স আবু তাহের ষ্টোর থেকে ৫ কেজি ও মেসার্স মান্নান ষ্টোর থেকে ৫ কেজি মোট ১০ কেজি পলিথিন জব্দ করা হয়। উভয় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর উপ- পরিচালক এ.এইচ.এম রাসেদ, পরিদর্শক উত্তম কুমার, নমুনা সংগ্রহকারী মো. মোবারক হোসেন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উপ- পরিচালক এ.এইচ.এম রাসেদ বলেন, জব্দকৃত পলিথিন শপিং ব্যাগ বিধিসম্মতভাবে ডিসপোজালের জন্য পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। কারাদন্ড প্রাপ্ত ব্যবসায়ীকে পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমতা আফরিন।