চাঁদপুর শহরের নাজির পাড়া সম্পত্তি দখল করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ঘরবাড়ি ভাংচুর করে মহিলাসহ ৫ জনকে গুরুত্বর আহত করেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শনিবার সকাল ১০টায় নাজিরাপাড়া দেওয়ান বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দেওয়ান বাড়ির মৃত সেলিম মিজির স্ত্রী হাসনা বেগমের পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষরা দখল করার প্রায়তারায় লিপ্ত হয়। ঘটনার দিন হাসনা বেগমের বসতঘর ভেঙ্গে ফেলতে সন্ত্রাসীরা অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় তাদের কে বাধা দিলে হাসনা বেগম, খালেদা বেগম, মমিন সহ ৫জন কে পিটিয়ে আহত করে। ভূমি দুস্যরা তাতেও ক্ষান্ত না হয়ে বসতঘর ব্যাপক ভাংচুর চালিয়ে বাহির দিয়ে দরজা তালা মেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের পাহারায় সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করে। আহতরা জানায় ভূমি দুস্য শোয়েব মিজি, আলমগীর দেওয়ান বাড়ির পাশের পুকুর বালু দিয়ে ভরাট করে দখল করার প্রায়তারায় লিপ্ত হয়। তারা হাসনা বেগমের বসতঘর দখল করার জন্য চেষ্টা চালায়। তাদেরকে বাধা দিলে ভূমি দুস্যরা সম্পত্তি দখল করার জন্য কাউছার চৌধুরীকে সাথে নেয়। ঘটনার দিন কাউছার চৌধুরীর নেতিত্বে ভাড়াটিয়ে রিপন, মুরাকা রাজু, বিল্লাল সহ ১৫-২০জন একটি গ্র“প দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে মডেল থানার এ.এস.আই নন্দন সরকার ঘটনাস্থলে আসেন। আহতদের মধ্যে হাসনা বেগম ও খালেদা বেগমের আশংকা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। আদালতে নিষেধাজ্ঞা করার পর প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে জোর পুর্বক সীমানা প্রাচীর নির্মান করে দখলের কাজ চালিয়ে যাচ্ছে। এ হামলার ঘটনায় চাঁদপুর মডেল থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।