ফাহিম শাহরিন কৌশিক:-
চাঁদপুর শহরে দিন দিন ছুরি, ছিনতাই রাহাজানি বেড়েই যাচ্ছে। শহরে পুলিশের টহল রাতের আধারে টহল জোরদার না থাকায় অপরাধ কর্মকান্ড চলে আসছে। আইনশৃঙ্খল স্বাভাবিক রাখার ল্েয নতুনবাজার পুলিশ ফাঁড়ি সক্রিয় ভূমিকায় থাকার কথা থাকলেও তারা এখন নিসক্রিয়। কারণ তাদের দ পুলিশ কর্মকর্তা, জনবল সংকট ও বয়স্ক পুলিশ সদস্যদের দিয়ে ডিউটি করার কারণে বর্তমানে নিসক্রিয় ভূমিকায় নতুনবাজার পুলিশ ফাঁড়ি। সম্প্রতিকালে শহরে বিপনীবিতান, মার্কেট, পাড়া-মহল্লায় ও সর্বশেষ চাঁদপুরের ৩ আসনের এমপি ডাঃ দিপু মনির ভাড়াটিয়া বাসায় চুরির ঘটনা সংগঠিত হয়। নতুনবাজার পুলিশ ফাঁড়ি রাতে নিরাপত্তার জন্য টহল জোরদার থাকার কথা থাকলেও তারা তাদের কার্যকারী ভূমিকা না রাখায় আইনশৃঙ্খলা অবনতির দিকে ধাবিত হচ্ছে। তাই নিরাপত্তা হিনতায় ভূগছে পৌরবাসী। সম্প্রতি নতুনবাজার পুলিশ ফাঁড়ির মাদক উদ্ধার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ল্েয বলিষ্ঠ ভূমিকা পালন করলেও বর্তমানে তারা নিসক্রিয় ভূমিকায় রয়েছে। কারণ নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ দ পুলিশ অফিসার আঃ মান্নানের প্রশাসনিক রদবদল হওয়ায় ও এটি.এস.আই সুদর্শন কুড়ির ট্রেনিংনে যাওযার কারণে নতুনবাজার পুলিশ ফাঁড়ি পূর্বে মতো পৌরবাসীকে সেবা দিতে বঞ্চিত হচ্ছে। শহরের মাদক বিক্রেতা, চোর ডাকাত ও অপকর্মের হোতারা নিরাপদ স্থান হিসেবে হোটেল গুলোকে বেছে নিয়েছে। নতুনবাজার ফাঁড়ি পুলিশ পূর্বে হোটেলগুলিতে অভিযান করলেও বর্তমানে তারা অভিযান না করায় শহরের অপরাধ কর্মকান্ড বেড়েই যাচ্ছে। মূলত দ পুলিশ কর্মকর্তা ও জনবলের কারণে নতুনবাজার পুলিশ ফাঁড়ি বর্তমানে নিসক্রিয় ভূমিকায় রয়েছে। নতুনবাজার পুলিশ ফাঁড়িতে যেসকল পুলিশ সদস্যরা রয়েছে তাদের অধিকাংশদের বয়স ৫০ এর ঊর্ধ্বে। বয়জৈষ্ঠ্য পুলিশ সদস্যদের ডিউটি করানোর কারণে আইনশৃঙ্খলা অবনতির দিকে ধাবিত হচ্ছে। শহরে রাতের আধারে পুলিশের টহল জোরদার না থাকায় সম্প্রতি কালে বেশ কয়েকটি চুরি ঘটনা ঘটেছে। পৌর এলাকায় সকল অপর্কম নিয়ন্ত্রনে নতুনবাজার ফাঁড়ি পুলিশের অভিযান পরিচালনার করার কথা থাকলেও তারা মূলত কোনটি করছে না। মডেল থানা পুলিশের পাশাপাশি নতুনবাজার ফাঁড়ি পুলিশ শহরে টহল জোরদার না করায় অপরাধ প্রবণতা সংঘটিত হচ্ছে। দ পুলিশ অফিসার ও জনবল নিয়োগ দিয়ে সঠিকভাবে পরিচালনা করলেই নতুনবাজার পুলিশ ফাঁড়ি ফিরে আসবে পুরনো চেহরায়।