প্রতিনিধি
সংখ্যালঘু নির্যাতন, হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনাবলী তদন্তে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কর্তৃক গঠিত ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নেতৃবৃন্দ গতকাল দুপুরে চাঁদপুর আসেন। তারা চাঁদপুর সদরের শাহমাহমুদপুর, পুরাণবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের গুলি ও সরকার দলীয় লোকজনের হাতে নিহতদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
দুপুর ২টায় শহরের মুনিরা ভবনে চাঁদপুরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত হয়েছেন তারা কিভাবে নিহত হয়েছেন, এখানে রাজনৈতিক সহিংসতা কেমন হয়েছে, সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হয়েছে তার তদন্তের জন্য আমাদের এখানে আসা। এ জন্য ৪টি টিম গঠন করা হয়েছে। এর মধ্যে তদন্তে চাঁদপুর জেলাও রয়েছে। সিয়াম, রতন, আরজু কিভাবে নিহত হয়েছেন সে সব স্থানে তদন্তে গিয়েছি এবং তাদের পরিবারদের সাথে কথা বলেছি। চাঁদপুরে বিনা উস্কানীতে নিরীহ মানুষের উপর যে অত্যাচার চালানো হয়েছে এতো জানমালের ক্ষতি করা হয়েছে অথচ রাষ্ট্রের কোনো ভূমিকা ছিলো না বা এখনো নেই। আমরা তদন্তের রিপোর্ট বিএনপি চেয়ারপার্সনের কাছে উপস্থাপন করবো। নিহতদের পরিবারদের সাথে আলাপ করে যা জেনেছি তা অত্যন্ত নির্মম ও বিভীষিকাময়। যা কল্পনা করা যায়নি। পুলিশ যে আচরণ করেছে তা মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। যা কোনো সভ্য সমাজে হতে পারে না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক বিএম হান্নান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ আউয়াল রুবেল ও কার্যকরী সদস্য জিএম শাহিন। উপস্থিত ছিলেন দৈনিক খবরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, চ্যানেল টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, দিনকালের জেলা প্রতিনিধি মনির চৌধুরী, আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক জাকির হোসেন, মাই টিভির জেলা প্রতিনিধি মুনওয়ার কানন, চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহীম খলিল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী, যুগ্ম সম্পাদক আকতার মাঝি, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, তদন্ত কমিটির সদস্য সচিব অ্যাডঃ মাসুদ আহমেদ তালুকদার, সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকমল বড়�য়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ড্যাব যুগ্ম মহাসচিব ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, ডিইউজে দিগন্ত টেলিভিশনের ইউনিট প্রধান ইমরান আনসারী ও ডিইউজে দৈনিক সংগ্রাম ইউনিট প্রধান শহিদুল ইসলাম।