মিজানুর লিটন
চাঁদপুর শহরের পুরাণবাজারে ১৮ দলের হরতাল চলাকালে স্বেচ্ছাসেবক দল ওয়ার্ড নেতা মুকবুল ঢালীর ছেলে নিহত আরজুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ ও চাঁদপুর জেলা মহিলা দলের সভানেত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা। তিনি গতকাল শুক্রবার সকালে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে পুরাণবাজার সফরে আসেন। এ সময় রিফিউজি কলোনীর নতুন রাস্তায় নিহত আরজু�র বাবা-মার সাথে দেখা করে তাদের সান্ত্বনা দেন এবং তাঁর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর তিনি পরিদর্শন করেন এবং আহতদের খোঁজ খবর নেন। পরে ১ ও ২নং ওয়ার্ড মহিলা দলের নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাশেদা বেগম হীরার সাথে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের নেত্রী শাহানারা বেগম শানু, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা বেগম লাকী, সদস্য রাবেয়া বেগম, তাছলিমা বেগম তাছু, বুলু বেগম, মাছুদা খানম, পারভীন বেগম, খোদেজাসহ অন্যরা।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।