নীল আর্মস্ট্রং সাগর ভালোবাসতেন। ২০১২ সালের ২৫ আগস্ট ৮২ বছর বয়সে তিনি মারা গেছেন। চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষটির ইচ্ছা ছিল, মরনের পর সমাহিত হওয়ার। তার ইচ্ছা অনুযায়ী সাগরেই সমাহিত করা হবে তাঁর মরদেহ।
চন্দ্রবিজয়ী নিল আর্মস্ট্রংকে শেষ বিদায় দেওয়ার দায়িত্ব নিচ্ছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী । তবে সাগরের কোথায় তাঁকে সমাহিত করা হবে, এ ব্যাপারে বিস্তারিত প্রকাশ করা হবে না । নীল আর্মস্ট্রংয়ের পরিবার থেকে বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে। আর্মস্ট্রংয়ের দেহভস্ম, নাকি পুরো দেহ সাগরে সমাহিত করা হবে, নৌবাহিনী এ ব্যাপারেও মুখ খোলেনি। নীল আর্মস্ট্রংয়ের সহকর্মী ও বন্ধু জিম লোভেল এ প্রসঙ্গে জানান, ‘সমুদ্র ভালোবাসতেন নীল আর্মস্ট্রং ।