আটলান্টিক সাগরের পানি এক এক সাইডে এক এক রকম নীল
———————————————————————-
নীল সাগর
চাওয়ার আগে নিজেকে উজাড় করে খুলে ধরে
অপুর্ব সৃষ্টির এ নীল সাগর
গাঢ় চুন্বনে অলিঙ্গন করে ভাববিনিময়
বিষাদ কাটিয়ে কত সুখ- সুখ ভাব নেই
তখন আমার হৃদয় চরাচরে কাঁপে সুবর্ণরেখা ।
যে সাগরে দিতে পারি না চোখের দু’ফোটা
অশ্রুর বেশী আর কিছুই —
কোন গাছে ফুটাতে পারি না ফুলের কুড়ি,
আকাশকে দিতে পারি না এক ফোঁটা মেঘ কিংবা নীল
পাহাড়ের গায় গড়াতে পারি না এক বিন্দু জল
আমরা শুধু সৃষ্টিগ্রহণ করি —
নদী্ তার পাড়ের বলিরেখা মুছে –
পলিমাটি দিয়ে আসে জমিতে
আমাদের কাছে কতভাবে সমর্পন—–
যে সৃষ্টির বর্ণনার কোন শেষ ণেই—-
আমারা সেভাবে জীবনকে দেখি না, করি না আত্নসমর্পন …
প্রেম সলিলে অনুরাগে ডুবাই মরমিয়া
সাগরের সেই -দু’পায়ের মিহিবালি
ধুয়ে আসি নীল নোনা জলে।
নেবার লোপটুকু গোপন ইচ্ছার মাঝে নির্ভুল কাজ করে