মনিরুজ্জামান বাবলু
বাথরুমের পানিতে ডুবে নূব হোসেনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নূর হোসেনের পরিবারের মাঝে বইছে শোকের ছায়া। যেমনটি করে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলো সইছে শোকের ছায়া। তেমনি নূর হোেেসনের পরিবারে শোকের মাতম চলছে।
এই নূর হোসেন পরিবারের সবাইকে ফাঁকি দিয়ে বাথরুমে ঢুকে পড়ে। অনেক খোঁজাখুজির পর মিলল নূর হোসেনের মৃতদেহ। ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরে নূর হোসেনের বাড়ীতে ঘটে।
নূর হোসেনের বয়স দেড় বছর। সে চাঁদপুর শহররে কোড়ালয়িা রোডস্থ হাওলাদার বাড়ির লিটন হাওলাদার ছেলে।
নূর হোসেনের মা মর্জিনা বেগম জানায়, বৃহস্পতি বার বিকেলে চোখের আড়াল হয়ে যায়। সে খলোধুলা করতে করতে বাথরুমে ঢুকে পড়ে। বাথরুমে সংগ্রহে রাখা বড় বলরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাথরুমে বলের পানিতে পড়ে থাকতে দেখে। পরে হাসপাতালের র্কতব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করনে।
চাঁদপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।