নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশাল মল্লিক (৬) নামের এক শিশুকে গতকাল রোববার দুপুরে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। লোমহর্ষক এ ঘটনা ঘটেছে উপজেলার দোয়ারিকোনা গ্রামে। এ ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত বিশাল মল্লিক দোয়ারিকোনা গ্রামের ব্যবসায়ী সুমন মল্লিকের ছেলে। সে স্থানীয় ফুলকুড়ি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিদ্যালয় থেকে ফেরার পর তার ঘরে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। এ সময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের চাচা অনিল মল্লিক, চাচাতো ভাই অলক মল্লিক, কনক মল্লিক, চাচাতো বোন অর্পিতা মল্লিক ও বাড়ির কাজের মহিলা গোজাগলিয়া গ্রামের রত্না দাসকে আটক করেছে পুলিশ। কলমাকান্দা থানার ওসি মো. বজলুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জের ধরেই শিশুটিকে হত্যা করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।