চাঁদপুর শহরতলীর ওয়াপদা গেইট এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মারধর করে স্বামীর ঘর থেকে স্ত্রীকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। মায়ের কোল থেকে সাড়ে ৩ বছরের অবুঝ শিশু কন্যাকে রেখে দেয়া হয়েছে।
ঘটনা সূত্রে জানাযায়, ওয়াপদা গেইট এলাকার গাজী বাড়ির আঃ রশিদ গাজীর ছেলে মোঃ মানিক গাজী ৭ বছর পূর্বে একই এলাকার সফিক প্রধানিয়ার মেয়ে পপি বেগমকে ইসলামী শরিয়ত মতে বিবাহ করে। তাদের সংসারে সাড়ে ৩ বছর বয়সী মায়া নামের একটি অবুঝ শিশু কন্যা রয়েছে। প্রায় সময় মানিক গাজী মদসহ বিভিন্ন ধরণের নেশা করে বাড়িতে গিয়ে স্ত্রী পপি বেগমকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য মারধর করে। গত ১০ অক্টোবর স্ত্রী পপি বেগম তার স্বামীকে নেশা না করার জন্য বললে পরদিন মানিক হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। ৪দিন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে ১৪ অক্টোবর হাসপাতাল থেকে বাড়িতে চলে যায়। ওই দিন রাত সাড়ে ৮টায় মানিক গাজী (৪৫), রাব্বি (১৮), নজু বেগম (৪০), পারুল বেগম (৪০), একত্রিত হয়ে মানিক গাজীর হারপিক খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পপি বেগমকে বেদমভাবে পিটিয়ে আহত করে। এসময় পপি বেগমের কোল থেকে সাড়ে ৩ বছরের অবুঝ শিশু কন্যাকে রেখে দিয়ে পপিকে মুমুর্ষাবস্থায় তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়।
গতকাল বুধবার সকালে পপি বেগমকে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে পপি বেগম বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।