চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে কাঁচা কলোনীর মাদকসেবী মনির দর্জি (৩০) নেশার টাকা না দেয়ায় তার স্ত্রী সোহাগী (২২)-কে দা দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম করে। আহত সোহাগীর পরিবার সূত্রে জানা যায়, ৬ বছর পূর্বে কাচ্চা কলোনীর মনির দর্জির সাথে কয়লা ঘাট এলাকায় সোহাগীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ঘরে দু’টি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মনির যৌতুকের দাবিতে তার স্ত্রী সোহাগীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশী বৈঠকও করা হয়। কিন্তু মাদক সেবক মনির কাউকে তোয়াক্কা না করেই দিনের পর দিন তার স্ত্রী সোহাগীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টায় কয়লা ঘাট এলাকায় সোহাগীর বাড়িতে নেশার টাকার জন্য মনির আসে। টাকা না দেয়ায় মনির দা দিয়ে সোহাগীর উপর এলোপাতাড়ী হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় সোহাগীর পরিবার ও স্থানীয় লোকজন মনিরকে আটক করে মডেল থানায় খবর দিলে থানা পুলিশ এসে মনিরকে আটক করে থানায় নিয়ে যায়। আহত সোহাগী বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানায়, মনির দর্জি বহুদিন যাবৎ মাদক সেবন করে আসছে। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।