হাইমচরে ২নং আলগী উত্তর ইউনিয়নের লামচরি গ্রামের বাসিন্দা আঃ করিম মিজির ছোট ছেলে জাকির হোসেন (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে পেশায় রাজমিস্ত্রি। তবে সে নেশাগ্রস্ত বলে জানা গেছে।ঘটনার বিবরণে জানা যায়, জাকির হোসেন গত ২১ এপ্রিল সন্ধ্যায় নেশার জন্য তার মায়ের কাছে টাকা চাইলে টাকা না পাওয়ায় সে অভিমান করে বাড়ি থেকে চলে যায়। আগেও সে প্রায়ই গভীর রাতে বাড়ি ফিরত। এদিনও তাকে তার বাবা-মা খোঁজাখুঁজির পর শুয়ে থাকেন। সকাল ৭টায় লোক মুখে শুনতে পায় তার ছেলে জাকির পার্শ্ববর্তী গ্রামের মদন মাজির বাড়ি সংলগ্ন মেঘনা নদীর পাড়ের আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। জাকিরের মা রুনা বেগম ও বাবা আঃ করিম মিজি সাংবাদিকদের জানান, তাদের জানামতে তার ছেলের কোনো শত্রু নেই। তবে সে নেশাগ্রস্ত ছিলো। গত ৯ মাস পূর্বে নেশার টাকার জন্য বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে জাকির। গত ৬ মাস পূর্বে নেশার টাকা না দেয়ায় সে ঘরের আসবাবপত্র ভাংচুরসহ তাদেরকে মারধর করে। সে কারণে তাকে ২ মাস জেল হাজতে দেয়া হয়েছিলো। এ ব্যাপারে জাকিরের মা হাইমচর থানায় একটি ডায়েরি করেছেন। হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনা শোনার সাথে সাথেই লাশ উদ্ধার শেষে প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে বলা যাবে।