সাখাওয়াত হোসেন মিথুন মতলব থেকে ফিরেঃ
মাদকের সহজলভ্যতা, অবাধে মাদক বিক্রি ও নিয়ন্ত্রনহীন মাদক ব্যবহারের কারনে নেশার সাগরে ভাসছে মতলব উপজেলার যুবসমাজ। ধীরে ধীরে যুবসমাজের মধ্যে সংক্রামক ব্যধির মতো হামলে পড়ছে নেশার মরণ ছোবল। উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়ছে মাদকের ব্যবহার। সমাজের বিত্তবান পরিবারের যুবক থেকে শুরু করে নিম্ন আয়ের পেশাজীবিরাও পিছিয়ে নেই মাদকের ব্যবহার থেকে। বিভিন্ন সূত্রে তথ্য নিয়ে জানা যায়, সর্বনাশা মাদক দ্রব্য, গাঁজা, মদ, ফেনসিডিল ও বিভিন্ন নেশা জাতীয় পানি সহ চোরাচালানীর মালামাল এখন হাত বাড়ালেই উপজেলার বিভিন্ন ইউণিয়নের গ্রামে গঞ্জে পাওয়া যায় বেলতলী, মাচুয়াখাল, তেলী মাছুয়াখাল, সাহাপুর, নায়েরগাঁও সহ বিভিন্ন নৌ পথ দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে মাদকদ্রব্য সরবরাহ করে। গোপন সূত্রে খবর নিয়ে জানা যায় এসব মাদক ব্যবসায়ীরা ভারতে থাকা এলাকার গাছকাটা শ্রমিকদের সাথে মিল রেখে চোরাই পথে মাদকদ্রব্য সরবরাহ করে এবং এলাকায় এনে উপজেলা সহ বিভিন্ন এলাকায় পাচার করে। মাদক ব্যবসায়ীরা মতলব থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলার গ্রামে গঞ্জে মাদক প্রাচার করছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। পুলিশ প্রশাসন ও বিজিপি সদস্যরা অনেক সময় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবন কারী ব্যক্তিদেরকে গ্রেফতার করলেও মূল হোতারা সবসময় থাকে ধরাছোয়ার বাহিরে। নিরাপদ নির্বিঘ্নে যত্র-তত্র মাদক দ্রব্য বিক্রি হওয়ায় এ মরন নেশায় আশক্ত হচ্ছে স্থানীয় যুবসমাজ সহ স্কুল কলেজ গামী ছাত্ররা। উপজেলা সদর সহ ৪০-৪৫ পয়েন্টে মাদকদ্রব্য বিক্রি হয় বলে অভিযোগ রয়েছে। থানা পুলিশ অভিযান চালিয়ে এসব বিক্রেতাদের মধ্যে অনেকেরই গ্রেফতার করে জেল হাযতে পাঠালেও তারা অল্প সময়ের মধ্যে জামিনে এসে পুনরায় আবার ব্যবসা চালিয়ে যায়। এ ব্যপারে সচেতন মহল ও ভুক্তোভোগী পরিবারের পÿ থেকে মাদক দ্রব্য বিক্রি বন্ধে ব্রিক্রতাদের কঠোর আইনগত ব্যবস্থা গ্রহনের জোরদাবী জানিয়েছেন।
শিরোনাম:
সোমবার , ১৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।