চাঁদপুর : মা ইলিশ রক্ষাকালীন সময়ে চাঁদপুর নৌ থানা পুলিশের উপর হামলাসহ বিভিন্ন মামলায় আটক হলেন ইউপি চেয়ারম্যান পুত্র মাহাবুব মামুন রাঢ়ি (২১)।
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় তাকে পুলিশ আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন।
৫ মার্চ শুক্রবার রাতে নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক বজলুল রশিদের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্স হরিনা এলাকায় নদী থেকে মামুন রাঢ়িকে আটক করে।
পুলিশ মামুনকে আটক করে রাতে নৌ-থানায় নিয়ে আসে। পরদিন ৬ মার্চ দুপুরে তার বিরুদ্ধে আনিত মামলার কাগজ পত্রাদিসহ চাঁদপুর মডেল থানায় সোপর্দ করলে শনিবার সন্ধ্যায় থানার পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। পরে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন।
এ বিষয়ে নৌ থানার ইনচার্জ জহিরুল ইসলাম জনান, মামুন রাঢ়ির বিরুদ্বে মা ইলিশ রক্ষাকালীন সময়ে পুলিশের উপর হামলাসহ (২৬/১০/২০২০ মামলা নং ৪৮) ও বিভিন্ন সময়ের মামলা রয়েছে। পুলিশে উপর হামলা ছাড়া তার বিরুদ্ধে মহিলার গায়ে হাত উঠানো ও একাধিক চুরির মামলা রয়েছে।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/এমএমএ/