শাহরিয়ার খান কৌশিক ॥ চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাঘড়া বাজার এলাকা থেকে অস্ত্রসহ ছিনতাই করার সময় হাতেনাতে ২ ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে বাঘড়া বাজার সোবহানপুর গ্রামের গ্রামীণ ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, বাঘড়া বাজার চৌরাস্তার মিজান খানের ছেলে মিশন (১৫) ও বড় গুনরাজদী পাটওয়ারী বাড়ীর মৃত মতিন পাটওয়ারী ছেলে শ্রাবন পাটওয়ারী (১৮)। নয়া কৌশল অবলম্বন করে চাঁদপুর মডেল থানার ৩ পুলিশ কনস্টবল জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে দৌড়ে গিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
জানাগেছে, ২০দলীয় জোটের ডাকা অবরোধ হরতালকে পুঁজি করে চাঁদপুর-রায়পুর সড়কে দীর্ঘদিন যাবৎ রাতের আঁধারে কয়েকটি ছিনতাইকারী চক্র দেশীয় অস্ত্র শস্ত্র ইট নিয়ে যানবাহনে হামলা চালিয়ে বেশ কয়েকটি ছিতাইর ঘটনা ঘটায়। রাতে আঁধারে ছিনতাইকারীর দলবল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে সিএনজি ও অন্যান্য যানবাহন থামানোর চেষ্টা করে। যে সকল যানবাহন তাদের ইশারায় থামায়নি, তাদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে ভাংচুর চালায়। আর যারা ভয়ে থামায় তাদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে স্বর্বস্ব লুটে নেয়। এমন ঘটনা অহরহ হচ্ছে। চাঁদপুর রায়পুর সড়কে ছিনতাই ঘটনার খবর পেয়ে ছিনতাইকারী চক্রকে ধরার জন্য মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে টহল পুলিশ বাঘড়া বাজার এলাকায় গিয়ে অবস্থান নেয়। এই সময় বাঘড়া বাজার ছোবহানপুর আটককৃত ছিনতাইকারী শ্রাবন পাটওয়ারী ও মিশন খানসহ তাদের সহযোগি চৌরাস্তার উত্তর পাশের বিল্লাল, শামিমের ছেলে রায়হান (১৬), রিয়াদ, বাদমতলীর আল-আমিন, গাছতলা পাঠান বাড়ীর মনু পাঠানের ছেলে সিহাবসহ বেশ কয়েকজন ছিনতাইকারী অস্ত্র নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। চাঁদপুর থেকে দুই সিএনজি যাত্রী নিয়ে ফরিদগঞ্জ যাওয়ার পথে ছোবহানপুর গ্রামীন ব্যাংকের সামনে ছিনতাইকারীরা তাদের পথ গতিরোধ করার চেষ্টা করে। এই সময় তাদের ছোড়া ইটে সিএনজি’র গ্লাস ভেঙ্গে চালকসহ ৩যাত্রী আহত হয়। ঘটনার পর বাঘড়া বাজারে অবস্থানরত চাঁদপুর মডেল থানা পুলিশকে পেয়ে ঘটনাটি জানায়। চাঁদপুর মডেল থানা পুলিশ নয়া কৌশল অবলম্বন করে ২ সিএনজিকে সামনে যাওয়ার জন্য বলে। পিছনে তারা গাড়ির লাইট নিবিয়ে যেতে থাকে। এই সময় সেই ছিনতাইকারীরা পুনরায় যাত্রী ভেবে তাদের পথ গতিরোধ করার চেষ্টা করে। থানার পুলিশ কনস্টোবল হাসান, খোরশেদ ও জামাল জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী থেকে ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারী দু’জনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয়। গতকাল আটককৃতদের ছিনতাই মামলায় আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।