হাসানুজ্জামান,
দূর্ঘটনাজনিত পঙ্গুত্ব নিয়ে হাসপাতালে কাতরিয়ে দিনাতিপাত করছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক (৬৫)। আর্থিক অনটনের কারনে সু-চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। জানা যায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মোল্লা বাড়ির মৃত আহাম্মদ মোল্লার পুত্র বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক গত ১৫ নভেম্বর শুক্রবার বাড়ির পুকুর ঘাটে পা পিছলে পড়ে ডান পা ও বুকের হাঁড় ভেঙ্গে চিকিৎসাধিন অবস্থায় উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিষয়ে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বলেন, আমি একজন অসহায় মুক্তিযোদ্ধা। ভাগ্যের নির্মম পরিহাস। অস্বচ্ছল জীবনে আচমকা ঝড়। বার্ধক্যজনিত দেহে ভাঙ্গনের রুপরেখায় যোগ হয়েছে আর্থিক অনটন। দেশের দূর্দিনে হাতিয়ার তুলেছি, জীবন বাজি রেখে শত্রুর বিপক্ষে যুদ্ধ করেছি। আজ দেশ ও জাতি শত্রু মুক্ত। সেই অবদান আজ নতুনত্বের কালো পাহাড়ে ঢাকা পড়েছে। আর মুক্তিযোদ্ধারাও ঢেকে যাচ্ছে তাদের অবহেলার শ্যাওলায়। তিনি সুস্থ্য হতে চান, সবার মাঝে ভালো ভাবে বেঁচে থাকার জন্য উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। মুক্তিযোদ্ধা আবদুল মালেকের স্ত্রী রহিমা বেগম বলেন, আমার স্বামী এদেশ স্বাধীন করতে যথাযথ ভূমিকা পালন করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালের বিছানায় কাতরাবস্থায় আছেন। প্রয়োজনীয় টাকার অভাবে উপযুক্ত চিকিৎসা ব্যহত হচ্ছে। তাই দ্রুত চিকিৎসায় সংশ্লিষ্ট সকলের কাছে আর্থিক সহযোগিতা প্রার্থনা করেন তিনি।