শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর শহরের প্রবিণ ও অর্ধশত বছরের পত্রিকা বিলিকারক নেপাল সাহা পরলোকগমন করেছেন। গতকাল শনিবার সকাল সাওে ৬ টায় হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। চাঁদপুর শহরের কোড়ারিয়া রোডস্থ সাহা বাড়ীর বসিন্দা প্রয়াত পেয়ারী মোহন সাহার ছেলে নেপাল সাহা (৬৫) পাকিস্তান আমল থেকে আসলাম খানের মালিকানাধিন পত্রিকার এজেন্সির পত্রিকা বিলিকারকের কাজে নিযোজিত ছিলেন। পরবর্তিতে চাঁদপুরের বর্তমান পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির বিীরকারক হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৃত্যু কালে ১ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য শোভাকাঙ্খি রেখে গেছেন। নেপাল সাহা সর্বদা হাস্যজ্জল পরায়ন ব্যাক্তি ছিলেন। পত্রিকা বিলির পাশপাশি সংসারের অভাব ঘোচাতে বিকাল থেকে গভির রাত পর্যন্ত তিনি বড় ষ্টেসন কাব রোড এলাকায় আচার সামগ্রী বিক্রী করতেন। নেপাল সাহার মৃত্যুতে গভিরভাবে শোক প্রকাশ করেন চাঁদপুর প্রেসকাবের সভাপতি শহিদ পাটোয়ারী, সাধারন সম্পাদক রহিম বাদশা, পাটওয়ারী নিউজ পেপার এজেন্সির স্বত্তাধিকারি নূর নবি পাটওয়ারী, ম্যানেজার বলাই চন্দ্র দাস, কানু রাহুত,আজাদ, রাসেল, হকার সমিতির সভাপতি মোঃ হানিফ সহ অন্যান্যরা। গতকাল বিকাল সাড়ে ৩ টায় নেপাল সাহার মরদেহ চাঁদপুর শ্রী শ্রী কালী বাড়ী মন্দীরে আনা হলে পাটওয়ারী নিউজ পেপার এজেন্সি, নিউজ পেপার হকার সমিতির শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। বিকাল ৪ টায় চাঁদপুন মহা শ্মশানে নেপাল সাহার শেষ কৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে হকার সমিতির মাঝে শোকেল ছায়া নেমে আসে। উল্লেখ্য প্রয়াত নেপাল সাহা ইতি পুর্বে আরো ২ বার হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন।
শিরোনাম:
শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।