চাঁদপুর: সরকারের উপ সচিব পদে পদোন্নতি পাওয়ায় চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে চাঁদপুর জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) দুপুরে চাঁদপুর জেরা প্রশাসক কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
ফুলেল শুভেচ্ছাকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দাউদ হোসেন চৌধুরী।
এছাড়া নির্বাহী কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, হাইমচর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, কচুয়া উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা দিপায়ন দাস শুভ, মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ, মতলব দক্ষিন উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার।
চাঁদপুরনিউজ/এমএমএ/