ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর-ঢাকা চলাচলকারী যাত্রীবাহী পদ্মাবাস যাত্রী নিয়ে ফেরার পথে ষোলঘর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে সংঘর্ষে দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসে থাকা ১০জন যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার ভোরে ষোলঘর প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে বাসটি আসলে বৃষ্টির কারণে নিয়ন্ত্রন হারিয়ে এই দূর্ঘটনায় পতিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব-১১-১৬-১৯ বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে রাতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি ষোলঘর আসার পর বৃষ্টির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসের চালক যশোরের আলাল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ের সামনে আসলে বাসটি বৈদ্যুতিক পিলারের সাথে এসে সংঘর্ষ হয়। বিদ্যুতের খুঁটিটি ভেঙ্গে গিয়ে তারসহ হেলে পরে এবং বাসটির সামনের গ্লাস ভেঙ্গে গিয়ে রাস্তার পাশে কুয়ায় কিছু অংশ ঝুলে পড়ে। বাসে থাকা আহত যাত্রীদের দ্রুত গাড়ি থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দূর্ঘটনায় কবলিত বাসটির উদ্ধার প্রক্রিয়া চলছে বলে জানা যায়
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।