চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন বলেছেন, প্রশাসনিক চাকুরির ২০ বছরের অভিজ্ঞতা, আমার অর্জিত অভিজ্ঞতা চাঁদপুরবাসীর কল্যাণে ব্যয় করতে চাই| সামাজিক পরিবর্তন প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, সে জন্যে প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা| তিনি বলেন, চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি| চাঁদপুর বাংলাদেশের মধ্যে অনন্য জেলা হিসেবে বেশ পরিচিত । সবাই বলে থাকে ইলিশের রাজধানী চাঁদপুর| সব জায়গায় চাঁদপুরের সুনাম রয়েছে| আমার বিশ্বাস, কাজ করতে গিয়ে সকলের সহযোগিতা পাওয়া যাবে| তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে চাঁদপুর শহর অনেক এগিয়ে রয়েছে| যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয়ে আছে, তারা সত্যিই বিবেকবান ও সচেতন| সংস্কৃতি চর্চা যারা করে, এরা কখনো খারাপ হতে পারে না| চাঁদপুরের সংবাদ মাধ্যমও পজেটিভ ভূমিকা রাখছে| এটি অত্যন্ত ভালো একটি দিক| তিনি বলেন, এটি হলফ করে বলতে পারি, চাঁদপুরে আমি কোনো উন্নয়নমূলক কাজে অন্তরায় হবো না| জনস্বার্থের ক্ষতি হবে এমন কোনো কাজে কারো সহযোগিতা করতে পারবো না| এমনকি ব্যক্তি স্বার্থ হাসিল হবে, এহেন কোনো অন্যায় আবদার প্রস্তাবনার পক্ষে আমাকে পাবেন না| যে ক’দিন কাজ করবো আপনাদের পরামর্শ নিয়েই কাজ করতে চাই|
জেলা প্রশাসক আরো বলেন, জেলা প্রশাসনে জনবল সঙ্কট রয়েছে| গতিশীল চাঁদপুর জেলার জন্যে বেশ ক’ জন অভিজ্ঞ কর্মকর্তা প্রয়োজন রয়েছে| চাঁদপুরে যোগদানের সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভাগীয় কমিশনার মহোদয়কে জানানো হয়েছে, জনবল যদি না থাকে তাহলে মানুষের সেবার ব্যাঘাত ঘটবে| আমার দায়িত্বকালীন সময়কালে জেলা ও উপজেলার প্রশাসনিক কোনো কর্মকর্তা কারো সাথে খারাপ আচরণ করতে পারবে না| উদ্দেশ্যমূলক কোনো কাজ করতে পারবে না । আমরা জেলাবাসীর উন্নয়ন ও শান্তির পক্ষে থাকতে চাই|
তিনি বলেন, চাঁদপুর জেলা কিছু কারণে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে| বর্তমানে দেশের দু’ পাওয়ারফুল মন্ত্রী চাঁদপুরের এমপি হওয়ায় এ জেলার নাম বিশেষভাবে উচ্চারিত হয়| ভূগোলের ছাত্র হিসেবে বলতে পারি, পদ্মা-মেঘনার মতো বিশাল নদীর কারণে এ জেলার মানুষের মনও বড়| এখানকার পদ্মা-মেঘনার ইলিশ বিশ্ব জুড়ে খ্যাত| এ ছাড়া চাঁদপুর জেলায় সংস্কৃতি চর্চা বেশি হয়ে থাকে| যে জেলা শহরে সংস্কৃতি চর্চা বেশি হয়, সে জেলায় দাঙ্গা-হাঙ্গামা কম হয়ে থাকে| শিক্ষার ক্ষেত্রে চাঁদপুর অনেক এগিয়ে রয়েছে| পুঁথিগত শিক্ষার পাশাপাশি আরেকটি শিক্ষাকে বেশি প্রাধান্য দিতে হবে, সেটি হচ্ছে ঃ সামাজিক নৈতিক শিক্ষা| স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিকতা শিক্ষার বিষয়টি মাথায় ঢুকিয়ে দিতে হবে| তাহলে এ সমাজের ক্রমশ পরিবর্তন ঘটবে| সুতরাং সম্মিলিত উদ্যোগে সামাজিক মূল্যবোধের অবক্ষয় রোধে আমরা যে যার অবস্থান থেকে কাজ করতে হবে| আসুন, সবাই মিলে এ সমাজে বন্ধুত্বের অবস্থান সৃষ্টি করি| আসুন চাঁদপুরে ফরমালিনযুক্ত ফল ও খাদ্য সামগ্রী সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করি| প্রতিজ্ঞা করি, আমাদের সন্তানদের ভেজালমুক্ত খাবার খাওয়াবো না| তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের চেয়ে অনেক কম সম্পদশালী হয়েও আমাদের চেয়ে অনেক ভালো আছে| এটি কেনো তা আমাদের জানতে হবে|
৪ অক্টোবর সকাল সাড়ে ১১টায় চাঁদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন| মতবিনিময়ের শুরুতেই চাঁদপুরের নবাগত জেলা প্রশাসকের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম| এরপর উপস্থিত সুধীজন তাদের স্ব স্ব পরিচিতি উপস্থাপন করেন| পরিচিতি পর্ব শেষে চাঁদপুরে সদ্য যোগদানকারী নবাগত জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন তাঁর চাকুরির দীর্ঘ অভিজ্ঞতা এবং চাঁদপুর জেলা ও এখানকার মানুষ সম্পর্কে তাঁর খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন|
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম (সিআইপি), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটোয়ারী, বিটিভি ও ইত্তেফাক জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, বিশিষ্ট ব্যবসায়ী শাহিদুর রহমান চৌধুরী, জেলা স্কাউটস&ধসঢ়; সম্পাদক অজয় ভৌমিক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটোয়ারী ও তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ হারুনুর রশিদ সাগর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ হাফিজ খান ও সিরাজুল ইসলাম বরকন্দাজ, স্বরাষ্ট্রমন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি ও যুবলীগ নেতা অ্যাডঃ হেলাল উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় টিঙ্কু এবং জেলা জাসদের সভাপতি মোঃ আবু তাহের পাটোয়ারী|
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, চাঁদপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ চন্দ্র রায়, বিশিষ্ট লঞ্চ ব্যবসায়ী আলহাজ্ব এমএ বারী খান প্রমুখ|
শিরোনাম:
বুধবার , ২৬ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।