আশা ছিলো ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পর্যাপ্ত মাছ পাবেন। সেই আশাতেই বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার হাজার হাজার জেলে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ছুটেছেন। কিন্তু পর্যাপ্ত ইলিশের দেখা পাননি তারা। যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরেছেন তারাই ভালো ইনকাম করেছেন। আর বর্ষা মৌসুমে আশানুরূপ মাছ না পাওয়ায় প্রকৃত জেলেদের হতাশা রয়েই গেছে। আশা করছিলেন এখন মাছ পাবেন, তাও জুটছে না।
গতকাল দুপুরে চাঁদপুর মাছ ঘাটে আসা এই জেলে নৌকা কী পরিমাণ ইলিশ পেয়েছে ছবির দৃশ্যই তা বলে দিচ্ছে। ঘাটেও তেমন ইলিশের আমদানি চোখে পড়েনি। নদীতে মাছ নেই বলে জানালেন বেপারী, আড়তদার ও ইলিশ বিক্রেতা।