মাস ১৭ দিন পর গৃহবধু পপি হত্যা মামলার ৩নং আসামী শ্বশুড় আটক হয়েছে। গত ১৮ মে শনিবার রাত সোয়া ১২টায় মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের পপি হত্যা মামলার আসামী শ্বশুর পরিমল চন্দ্র হালদার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ বোনের বাড়ি থেকে কাপাসিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরে আটককৃত আসামী পরিমল চন্দ্র হালদারকে চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করে।
উলেখ্য, গত ২ এপ্রিল মঙ্গলবার রাতে মতলব উত্তর উপজেলার তিতারকান্দি গ্রামের পঙ্কজের স্ত্রী পপি (২৪) হত্যা হয়। এই নিয়ে গত ৮ মার্চ পপির ভাই ভজন চন্দ্র সরকার বাদী হয়ে চাঁদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে ৭ জনকে আসামী করে মামলা দায়ের করে। আসামীরা হলো- পপির স্বামী পঙ্কজ হালদার (২৫), পিতা- পরিমল চন্দ্র হালদার, মৃত রাজেন্দ্র চন্দ্র হালদারের ছেলে ইউপি সদস্য ভবতোষ হালদার (৫০), পঙ্কজের পিতা- পরিমল চন্দ্র হালদার (৫০), মা- শোভা রাণী হালদার (৪২), চাচা- পরিতোষ হালদার (৫৬), চাচাতো ভাই- সুজন হালদার (৩০), নিখিল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র হালদার (৩০)।
শিরোনাম:
শনিবার , ২২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।