শাহরিয়ার খাঁন কৌশিক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা প্রশাসন। বুধবার ১৪ জুন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, জননিরাপত্তা বিধানে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বদা তৎপর থাকবে । চাঁদপুর জেলার সাথে পাশ্ববর্তি প্রায় ৮/১০ জেলার লঞ্চ চলাচল রয়েছে। এই লঞ্চঘাটে যাত্রীদের আনাগোনা বেশী থাকবে। তাই নৌ-লঞ্চ টার্মিনালের যাত্রীদের সেবা নিশ্চিত করণে প্রশাসনের তৎপর থাকতে হবে। লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ নিয়ে টানাটানি হয়। সেই জন্য ইজারারদারদের সাথে কথা বলে কুলির তালিকা তৈরি করবেন এবং টাকা নির্ধারণ করবেন বন্দর কর্মকর্তা।
তিনি আরো বলেন, ঈদের নামে শহরের কোথাও উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজানো যাবেনা। সেই জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবেন। ঈদের আগেও পরে যানজট নিরসনে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
সভার শুরুতেই বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। উন্মুক্ত আলোচনায় বিভিন্ন প্রস্তাবনা জানিয়ে বক্তব্য রাখেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল হাই, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সদর সার্কেল এএসপি মো. আফজাল হোসেন, জেলা বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মতলব উত্তর নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, কাজী শাহাদাত, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বরত কর্মকতারা উপস্থিত ছিলেন।