পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তথা ১২ রবিউল আউয়াল আজ মঙ্গলবার। আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভ জন্ম ও ওফাত দিবস। মুসলিম সমপ্রদায়সহ শান্তিকামী প্রতিটি মানুষের কাছে তাই দিনটি অত্যন্ত তাত্পর্যবহ। বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাত্পর্য তুলে ধরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, হজরত মুহাম্মদ (সা.)-এর শিক্ষা ধর্মীয় ও পার্থিব জীবনে সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহান আল্লাহ সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে হজরত মুহাম্মদকে (সা.) এই জগতে পাঠান এবং সর্বশেষ মহাগ্রন্থ পবিত্র কোরআন তাঁর ওপর অবতীর্ণ করে জগতে তাওহিদ প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেন। নিজের যোগ্যতা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও সীমাহীন দুঃখ-কষ্টের বিনিময়ে তিনি এই মহান দায়িত্ব পালনে সফল হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম শিক্ষা অনুসরণের মাধ্যমেই বিশ্বের শানি্ত ও কল্যাণ নিশ্চিত হতে পারে। মহান আল্লাহ& আমাদের প্রিয় নবী (সা.)-কে ‘রাহমাতুললিল আলামিন’ তথা সারা জাহানের জন্য রহমত হিসেবে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে তিনি মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবিভর্ূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল অঁাধার দূর করে সত্যের উজ্জ্বল আলো জ্বালিয়েছেন।’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বাণীতে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য উজ্জ্বল অনুসরণীয় আদর্শ। তাঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, সে জন্য সচেষ্ট হতে হবে।’ দিনটি উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পৃথক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীসহ মুসলিম উম্মাহর শানি্ত ও কল্যাণ কামনা করেন।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ মঙ্গলবার সরকারি ছুটি। বিভিন্ন জাতীয় দৈনিক এ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আজ থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে আজ বাদ মাগরিব ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।
এ উপলক্ষে আজ থেকে বায়তুল মোকাররমের উত্তর চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন থাকছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। এখানে মহানবীর (সা.) জীবনীভিত্তিক ক্যালিগ্রাফি প্রদর্শনের আয়োজন থাকছে।
ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় মসজিদে প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১১টা পর্যন্ত ওয়াজ মাহফিল, সপ্তাহব্যাপী সেমিনার, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, রাসুল (সা.)-কে নিয়ে স্বরচিত কবিতা পাঠের আসর, কেরাত মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা, মহানবীর (সা.) জীবন ও শিক্ষাবিষয়ক আলোচনা সভা।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় প্রেসক্লাব বাদ আসর আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া ঢাকা মহানগরীসহ সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন আলোচনা সভা ও আনন্দ মিছিলের আয়োজন করেছে। আজ সকাল ৯টায় শাহজাহানপুর রেলওয়ে ময়দানে এ অনুষ্ঠান শুরু হবে।
আশেকানে গাউছিয়া মাইজভাণ্ডারিয়ার আয়োজনে সকাল ৯টা থেকে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
শিরোনাম:
শনিবার , ১৫ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।