প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ধনপর্দী গ্রামের হযরত আলী ঢালীর মেয়ে প্রবাসীর স্ত্রী সাহিনা বেগম পরকিয়া প্রেমে জড়িয়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ২ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে, গত ১৩ মে ধনপর্দী বড় খান বাড়িতে।
ঘটনার বিবরণে জানা যায়, ধনপর্দী গ্রামের বড় খান বাড়ির আবুল কাশেম খানের ছেলের সাইফুল ২০০৩ সালে পার্শ্ববর্তী বাড়ির হযরত আলী ঢালীর মেয়ে সাহিনাকে ভালোবেসে বিয়ে করে। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন চলছিলো সুখময়। এর মধ্যে সাইফুল ইসলাম খান সৌদিতে চলে যাওয়ার পর স্ত্রী সাহিনা বেগম পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। শ্বশুর পক্ষের পরিবারের লোকজনদের কোনো তোয়াক্কা না করে আরো বেপরোয়া হয়ে উঠে সাহিনা বেগম। পরে সাইফুলের পরিবার সূত্রে জানতে পারে যে, স্ত্রী সাহিনা পরকিয়ার ঘটনা। স্ত্রীর পরকিয়া প্রেমের খবর শুনে গত ১৫ মে সাইফুল ৬ মাসের ছুটি নিয়ে দেশে ফিরে আসে। দেশে আসার কথা শুনে দু’দিন পূর্বে সাহিনা বেগম শ্বশুর বাড়ির লোকজনের চোখকে ফাঁকি দিয়ে ঘরের আলমারীর ড্রয়ারে থাকা ৪ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায় পরকিয়া প্রেমিক মতলবের পিংড়ার সাবেক মন্নান মেম্বারের বখাটে ছেলে মুরগী মিজানের সাথে। সেখান থেকে মুরগী মিজান সাইফুলকে ফোন করে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি-ধমকি প্রদান করে।
এ ব্যাপারে প্রবাস ফেরৎ সাইফুলের সাথে কথা হলে অশ্র“সিক্ত নয়নে দৈনিক চাঁদপুর নিউজকে জানান, আমার সাথে ২০০৩ সালে সাহিনার বিয়ে হয়। সে কখনো আমাকে কিছু বুঝতে দেয়নি। যখন যা চাইতো আমি তা-ই দিতাম। কোনো কিছুর অভাব আমি তাকে দেখতে দেইনি। আমি বিদেশে থাকাবস্থায় আমার স্ত্রী সাহিনা বেগম মুরগী মিজানের সাথে পরকিয়ায় জড়িয়ে পরে। আমি আমার পরিবারের মাধ্যমে এ খবর শুনামাত্র ৬ মাসের ছুটি নিয়ে দেশে চলে আসি। আমি আসার দু’দিন পূর্বে আমার স্ত্রী সাহিনা পিংড়ার মুরগী মিজানের সাথে আমার ঘরে থাকা ৪ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকাসহ প্রয়োজনীয় কগজপত্রাদী নিয়ে যায়। এ ঘটনার সাথে আরো একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। আমি সাহিনাকে ভালোবেসে বিয়ে করি। কিন্তু কখনো সে কষ্ট পেতো না। আজ আমার জীবনের সকল চাওয়া-পাওয়া ও বেঁচে থাকার ইচ্ছা, আকাঙ্খা সবকিছু তছনছ করে দিয়েছে সাহিনা। আমার ভালোবাসার সরলতার সুযোগ পেয়ে সাহিনা আমার জীবনকে শেষ করে দিয়েছে। এখন আমার এ জীবন মূল্যহীন। এ ব্যাপারে আমি ও আমার পরিবারের লোকজন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
শিরোনাম:
শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।