প্রতিনিধি
হাইমচরের চরভাঙ্গা গ্রামে পরকিয়া প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী প্রেমিকার অনশন ও রাতের আঁধারে গুমের অভিযোগ পাওয়া গেছে। গত ২৬ অক্টোবর বিকেল ৫টায় চরভাঙ্গা গ্রামের কিণ্ডার গার্ডেনের প্রধান শিক্ষক হাফেজের বাড়িতে একটানা অনশন করার খবর পাওয়া গেছে।
জানাযায়, হাইমচরের উপজেলার মোঃ নেসার আখনের ছেলে মোঃ হাফেজ মিয়া পার্শ্ববর্তী রায়পুর উপজেলা ঝাউতলা আল ইহসান কিণ্ডার গার্ডেনে চাকুরি করতেন। ঐ এলাকার প্রবাসীর স্ত্রী রেহেনা বেগমের মেয়ে আয়েশা ছিদ্দিকাকে ভর্তি করার জন্য স্কুলে নিয়ে গেলে হাফেজ আহম্মদ ছাত্রীর অভিভাবক রেহেনা বেগমকে দেখে পছন্দ করেন। হাফেজ আহম্মদ তার ছাত্রীর লেখাপড়া খোঁজখবর নিতে গিয়ে রেহেনা বেগমের ব্যক্তিগত বিষয় জানতে চেষ্টা করেন। এক পর্যায়ে হাফেজ রেহেনার অর্থের লোভে তাকে প্রেমের প্রস্তাব দেয়। স্বামী-স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়িকে নিয়ে সুন্দরভাবে চলছিলো রেহেনার ছোট্ট সংসার। হাফেজ ধীরে ধীরে রেহেনার সাথে ভাব জমিয়ে তুলে। রেহেনা হাফেজকে তার সংসারের চিত্র জীবন কাহিনী বলা সত্ত্বেও সকল বিষয় মেনে নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে তার কাছ বিভিন্ন সময় টাকা-পয়সাসহ বিভিন্ন জিনিস আদায় করেন। রেহেনার তথ্য মতে হাফেজ তার কাছ প্রথমে ৪০ হাজার টাকা আনলে স্থানীয় লোকজনের চাপের মুখে ফেরত দেয়। বিগত ৬ মাস আগে রেহেনা বেগম তার প্রেমিক হাফেজকে বিয়ের প্রস্তাব দিয়ে সে এড়িয়ে গেলে তার বাড়ি এসে উঠলে শালিসির মাধ্যমের তার কাছ আনা টাকা ফেরত দেন।
এ ব্যাপারে প্রেমিকা রেহেনা বেগম জানান, হাফেজের সাথে আমার প্রেম করার মতো মনমানসিকতা ছিলোনা। আমার মেয়ের লেখাপড়া খোঁজখবর নিতে ফোন করতো আমি স্যার হিসেবে কথা বলতাম অন্য কিছু নয়। সে আমকে প্রেমের প্রস্তাব দিলে বলি, আমার একটা মেয়ে আছে তা কি করে সম্ভব। সে আমাকে বলে একটা মাত্র সন্তান কতো টাকাও খাবে। আমার কাছ থেকে বিভিন্ন সময় ৩ লাখ টাকা নিয়েছে। আমাকে বিয়ে না করলে আমি এখান থেকে যাবোনা। প্রয়োজন হলে এই বাড়িতে আতœাহত্যা করবো।
এ ব্যাপারের হাফেজ জানায়, আমি ওকে চিনি না, ওর সাথে কোন সম্পর্ক নেই। এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এ ধরণের খবর পেয়েছি। ঘটনা তাকে বলেন, রায়পুর থানায় মামলা করতে। ঐদিন রাতে হাফেজের দুলাভাই মোঃ আবুল কালাম মেয়েটিকে অমানসিকভাবে মারধর করে কোথা রেখেছেন কেউ বলতে পারেনা। রেহেনার অভিভাবকের সাথে যোগযোগ করতে চাইলে তারা এই মেয়ের পরিচয় দিবেনা বলে দিয়েছেন।
পরকীয়া প্রেমের জন্য আল ইহসান কিণ্ডার গার্ডেন কর্তৃপক্ষ তাকে চাকুরি থেকে বহিস্কার করেন। পরে হাফেজ মিয়া হাইমচর বাজার মডেল একাডেমিতে চাকুরি নেন। এদের মতো চরিত্রহীন শিক্ষকরা বিদেশি মহিলা অভিভাবকদের সাথে ছেলে-মেয়েদের লেখাপড়ার খোঁজখবর নিতে গিয়ে তাদের সাথে আর্থিক ও দৈহিক সম্পর্ক গড়ে তুলে। এ ধরণের শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন সচেতন অভিভাবকরা। হাইমচরে চরভাঙ্গা নেসার আখনের বাড়িতে প্রেমিকা রেহেনাকে দেখার জন্য হাজারো মানুষের ঢল নামে। ঘটনার পরে দিন ঐ বাড়িতে গিয়ে মেয়েটিকে পাওয়া যায়নি। এলাকার লোকজন জানান, রাতে মেয়েটিকে আবুল কালাম মারধর করে বেঁধে কোথায় নিয়ে গেছে তা বলা যায়নি। এই ঘটনাকে নিয়ে হাইমচরে চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে।
শিরোনাম:
শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।