প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলার উত্তর কালিকাপুর গ্রামে দু’সন্তানের জননী গৃহবধূ শারমিন আক্তার পারভীন (২৫)কে ধর্ষণের চেষ্টায় এক যুবককে আটক করা হয়েছে। গত ১২ মে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় একই গ্রামের মোঃ আলী আক্কাছ বকাউলের ছেলে এক সন্তানের জনক রাসেল মিয়া (৩০)কে আটক করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, ঐ দিন গভীর রাতে দুসন্তানের জননী শারমিন আক্তার পারভীন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরে প্রবেশ করার সময় একই এলাকার রাসেল মিয়া তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শারমিন আক্তার ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন দৌড়ে এসে রাসেল মিয়া (৩০)কে আটক করে বেঁধে রাখে।
একাধিক এলাকাবাসী জানান, দুসন্তানের জননী শারমিন আক্তার পারভীনের সাথে একই এলাকার বকাউল বাড়ির রাসেলের সাথে দীর্ঘ ৬/৭ মাস যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে এলাকায় নানা রকম গুঞ্জন চলে আসছে। ঘটনার দিন এলাকার মানিকসহ বেশ ক’জন পূর্ব থেকে ওঁৎ পেতে থেকে রাসেল মিয়াকে ঘর থেকে আটক করে শিকল দিয়ে বেঁধে রাখে। পরে মতলব দক্ষিণ থানার এসআই শাহানুর সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক রাসেল মিয়া জানান, শারমিনের সাথে আমার দীর্ঘদিন ধরে সম্পর্ক চলে আসছে। আমাকে ফাঁসানোর জন্য ঘটনার দিন সে ডেকে আনে।
শারমিন আক্তার পারভীন জানান, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ঘরে প্রবেশের সময় সে আমার মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা করলে আমি ডাক চিৎকার দেই। পরে আশপাশের লোকজন দৌড়ে আসলে রাসেল পালিয়ে যাওয়ার সময় আমাদের উঠোন থেকে তাকে ধরে আটকে রাখা হয়।
মতলব দক্ষিণ থানার এসআই শাহানুর জানান, ঐ এলাকা থেকে জনৈক ব্যক্তি মুঠোফোনে অনৈতিক কর্মকা-ের কথা জানালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং রাসেল মিয়াকে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ- ১৩/০৫/২০১৬ খ্রিঃ।