স্টাফ রিপোর্টার
অবিবাহিত এক ছেলের পরকীয়ার টানে ইতালী প্রবাসীর স্ত্রী স্বামীর ঘর ছেড়েছে। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় চাঁদপুর মডেল থানা পুলিশ প্রবাসীর স্ত্রী রজনী সরকার ও প্রেমিক সাগরকে আটক করতে সক্ষম হয়।
জানা যায়, ২ বছর আগে পুরাণবাজার পানগোল্লা এলাকার বিধান নাগের সাথে হাজী মহসিন রোডস্থ কার্তিক সরকারের মেয়ে রজনীর বিয়ে হয়। বিয়ের দেড় মাসের মধ্যে স্বামী ইটালীতে চলে যান। এরই মধ্যে বেশ ক�বার সাগরের সাথে রজনী সরকার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। এলাকাবাসী আবার সেটা আপোষ করে দিয়েছে।
আটক সাগর সাংবাদিকদের জানান, ৬ বছর ধরে রজনীর সাথে তার সম্পর্ক রয়েছে। তারা দু�জন দুজনকেই ভালোবাসতো। বেশ কয়েকবার তারা একসাথে ঘুরেছে। এদিকে আটক রজনী সরকার পুলিশের কাছে একটাই দাবি করেন, তার স্বামী (প্রেমিক) সাগরকে থানা থেকে বের করা না পর্যন্ত তিনি কিছু খাবেন না এবং সাগরকে ছেড়ে কোথায়ও যাবেন না। অবশেষে জানা গেছে, রজনীর কথা মতোই মুচলেকার মাধ্যমে শুক্রবার রাতে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।