অভিজিত রায় :
বাংলাদেশ আওয়ামী যুবলীগ চাঁদপুর সদর উপজেলা যুবলীগের জরুরী সভা গতকাল ১১ অক্টোবর বিকাল ৫ টায় জেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জরুরী সভায় জেলা যুবলীগের সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলা যুবলীগের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। জরুরী সভায় সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান পাঠানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মুকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া বলেন, নিয়মের মধ্যে দিয়ে সংগঠন পরিচালিত হলে দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপকৃত হবে। সংগঠন তার নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। সংগঠনের নিয়ম বহির্ভুত কোন কর্মকান্ড কোনভাবেই গ্রহন যোগ্য হবেনা। যুবলীগ, যুবলীগের সাংগঠনিক নিয়ম অনুযায়ী চলবে। প্রয়োজন হলে জেলা আওয়ামীলীগের সিনিয়ার নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করা যেতে পারে। আগামীতে ঐক্যবদ্ধভাবে যুবলীগকে শক্তিশালী করতে সবাইকে কাজ করতে হবে। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ব্যাক্তিগত ভাবে একে অপরের সাথে মনোমালিণ্য থাকতে পারে। তা যেন দলের ভিতরে কোন ধরনের প্রভাব বিস্তার না করতে পারে সেদিকে সবাইকে আরো বেশি খেয়াল রাখতে হবে। তিনি বলেন, দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের একটি বিরাট অংশ যুবলীগ । জন নেত্রী শেখ হাছিনার নেতৃত্বে বর্তমান সরকার গত ৬ বছর যাবৎ দেশে যে উন্নয়নের বিপ্লব ঘটিয়েছে তা জনগনের কাছে তুলে ধরতে হবে। তিনি সদর উপজেলা যুবলীগের বর্তমান কার্যক্রম কিছুটা স্থবির দেখা দেওয়ায় জেলা যুবলীগের যুগ্ন আহবায়কবৃন্দ ও সিনিয়ার নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সদর উপজেলা যুবলীগের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকার ঘোষনা দেন। এবং আগামী এক সপ্তাহের মধ্যে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক বৃন্দ সহ সিনিয়ার নেতৃবৃন্দের মাধ্যমে একটি সাব কমিটি গঠন করে সদর উপজেলা যুবলীগকে ঢেলে সাজানোর ঘোষনা দেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর। উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল ভুইয়া, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুর রেজা ফারুক, মোঃ মনির ঢালী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন ভুইয়া, সদস্য কালা বেপারী, নয়ন গাজী, আবুল কালাম বেপারী,বশির ভুইয়া সহ অন্যান্য সদস্যবৃন্দ। এ দিন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী শারীরিক ভাবে অসুস্থ থাকায় জরুরী সভায় উপস্থিত হতে পারেননি।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।