স্টাফ রিপোর্টার
চাঁদপুর-৩ আসনের এমপি পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি ৩ দিনের সফরে আজ ১১ অক্টোবর শুক্রবার চাঁদপুর আসছেন। তিনি এ দিন ঢাকা হতে সড়ক পথে রওনা হয়ে সকাল ১০টায় শাহাতলী যোবেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। পরে শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী সড়কের উদ্বোধন, শাহমাহমুদপুর লোধেরগাঁও ২৬ এ লট বিদ্যুৎতায়নের উদ্বোধন। পরে সকাল সাড়ে ১১টায় দেবপুর লট ৩-এর ৩৩৬ কিঃমিঃ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন। দুপুর পৌনে ১২টায় ছোট সুন্দর বৈদ্যের খালের উপর নবনির্মিত ব্রিজের উদ্বোধন, দুপুর ১২টায় বড় সুন্দর কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, পরে লট ৬৮ রাড়ীর চর বিদ্যুতায়নের উদ্বোধন। বিকেল ৩টায় লক্ষ্মীপুর কমলাপুর লট নং- ৬০ এর ৭.৭৩৫ কিঃমিঃ বিদ্যুতায়নের উদ্বোধন শেষে বহরিয়া নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে লক্ষ্মীপুর লট নং-৬২ এর ২.৬৬২ কিঃমিঃ বিদ্যুতায়নের উদ্বোধন, বিকেল ৪টায় দক্ষিণ বালিয়া লট নং- ৫১.৪১, ১২১ এর বিদু্যতায়নের উদ্বোধন। স্থান নরসিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ। বিকেল ৫টায় সাবেক জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি অ্যাডঃ সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে যোগদান, বিকেল ৬টায় চাঁদপুর সদর উপজেলার শারদীয় দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন।
পরদিন ১২ অক্টোবর শনিবার সকাল পৌনে ১০টায় পুরাণবাজার মার্চেন্টস একাডেমী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন, সকাল সাড়ে ১০টায় হাইমচর ডাকবাংলা মিলনায়তনে হাইমচর মসজিদের ইমামদের সাথে মতবিনিময়, দুপুর ১২টায় হাইমচরের আরইআরএমপি মহিলাদের মাঝে চেক বিতরণ, পরে হাইমচরের দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন, দুপুর ৩টায় নবনির্মিত ইব্রাহিমপুর ইউনিয়ন কমপ্লেক্সে উদ্বোধন, বিকেল সাড়ে ৩টায় পুরাণবাজার পূজা মণ্ডপ পরিদর্শন।
পরদিন ১৩ অক্টোবর রোববার সকাল ১০টায় চাঁদপুর সদরের আরইআরএমপি মহিলাদের মাঝে চেক বিতরণ শেষে মৈশাদী লট ৩০ (আর) ১৮ জন গ্রাহকের ৪০ কিঃ মিঃ বিদ্যুতায়নের উদ্বোধন ও মহিলা সমাবেশ। পরে সড়ক পথে দুপুর ১২টায় ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।