এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মণি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হতে যাচ্ছেন । সাবেক এই মন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক অভিজ্ঞতাকে কাজে লাগাতেই তাকে দায়িত্ব দেয়া হচ্ছে এই স্থায়ী কমিটিতে।
সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিকে ছায়ামন্ত্রী হিসেবে বিবেচনা করা হয়। আর এই গুরুত্বপূর্ণ পদে যিনি যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন, তিনি ওই মন্ত্রণালয়ের সার্বিক খোঁজখবর রাখেন।
স্থায়ী কমিটির সভাপতিসহ কমিটির সদস্যদের কাছে মন্ত্রণালয়ের কাজের জবাবদিহিতা করতে হয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে। তাছাড়া কমিটির বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সদস্য হিসেবে শুধু বৈঠকের সিদ্ধান্ত শোনেন এবং সে অনুযায়ী কাজ করেন।
স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি জানতে চাওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। একই সঙ্গে স্থায়ী কমিটির নির্দেশনা অনুযায়ী কাজ হচ্ছে কি না, পরবর্তী বৈঠকে তা উত্থাপনের জন্যও বলা হয় এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সংসদীয় স্থায়ী কমিটি।
উল্লেখ্য, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া,সরকার দলীয় চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী আলোচনা করে ঠিক করবেন কে কোন কমিটির সভাপতি ও সদস্য হিসেবে থাকবেন। নবম জাতীয় সংসদে সর্বমোট ৫১টি সংসদীয় কমিটি ছিল তার মধ্য ৪১টি ছিল বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি।
সুত্র জানিয়েছে, নবম সংসদের বিভিন্ন কমিটির সভাপতি ও সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ায় দশম জাতীয় সংসদের বিভিন্ন কমিটিগুলোতে নতুন মুখ দেখা যেতে পারে। তা ছাড়া দশম জাতীয় সংসদে বিএনপি অনুপস্থিত থাকায় নতুন কমিটিগুলোতে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টির অনেক সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। দশম জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে।