নাম পরিচয় লুকিয়ে মোবাইলে এসএমএস পাঠিয়ে উসকানিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে। আজ বুধবার সন্ধ্যা থেকে একাধিক এসএমএস অনেকের মোবাইলে এসেছে। এসএমএসগুলোতে কাদের মোল্লার ফাঁসির প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য রয়েছে। রয়েছে গোলাম মওলা রনির ফেসবুক স্ট্যাটাস ও তার কাছে লেখা কাদের মোল্লার চিঠি নিয়ে লেখার লিংক। রয়েছে বিচারপতির বাসভবনে আগুন দেওয়া, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে আপত্তিকর মন্তব্য, শাহবাগে গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণের কথাও উল্লেখ করা হয়েছে এসএমএসে।
সাংসদ গোলাম মওলা রনি তার ফেসবুক স্ট্যাটাসে কাদের মোল্লার সাথে কারাগার সঙ্গীদের কাটানো কিছু সময় নিয়ে স্মৃতিচারণ করে একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। সেখানে তার কাছে লেখা কাদের মোল্লার একটি চিঠিও প্রকাশ করেছেন তিনি। কারাগারেই রনিকে এ চিঠি পাঠিয়েছিলেন কাদের মোল্লা। ‘প্রিয় রনি, যদি কখনও সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো- কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে।’
আর এ লেখার লিংক নাম পরিচয় লুকিয়ে কে বা কারা মোবাইলে গণএসএমএস পাঠিয়ে সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছে। এসব এসএমএস যে নম্বর থেকে পাঠানো হয় সেসব নম্বর নিজেদের পরিচয় লুকিয়ে ফেলতে পারে। তবে খুব শিগগিরই এসব এসএমএস প্রেরকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বিটিআরসির কারিগরি দল কাজ করছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।
এদিকে আজ বুধবার মোবাইল অপারেটরদের সঙ্গে এক বৈঠকে এসব অজ্ঞাত এসএমএস প্রেরকদের দ্রুত চিহ্নিত করতে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।