বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চাঁদপুর জেলা কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
শুক্রুবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক সভায় আগামী ৩বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট এ পুর্নাঙ্গ পরিষদ ঘোষনা করেন, সভার প্রধান অতিথি বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ তোফায়ের আহমেদ।
এতে সভাপতি পদে রাধা রানী পাল, সহ-সভাপতি পদে ৩ জন লুৎফুন নাহার, আক্তার হোসেন ও ইউসুপ আলী, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন (মাহিন), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাজির আমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন প্রশান্ত চন্দ্র মজুমদার ও সমীরন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়ছ, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার, কোষাদ্য জাকিয়া বেগম, কল্যাণ ও পূনর্বাসন সম্পাদক জান্নাতুল মাওয়া, প্রচার সম্পাদক আমির হোসেন (নয়ন মিজি), ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মিঠুন চন্দ্র মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ আক্তার হোসেন, কার্যনির্বাহী পদে ২ জন রাকিবুল হাসান ও সঞ্জীব চন্দ্র দেসহ ১৭ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ পরিষদ ২০১৪ সাল থেকে আগামী ৩বছরের জন্য নির্বচিত হয়েছেন।
নবনির্বাচিত জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির আহমদের পরিচালনায় ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কেন্দ্রিয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির চাঁদপুর জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।