ফাহিম শাহরিন কৌশিক:-
পরিবেশ দূষন করে চাঁদপুর মডেল থানা প্রাঙ্গনে দাড়িয়ে প্রসাব করার অপরাধে ২ সি.এন.জি চালককে গ্রেফতার করেছে পুলিশ।আজ
মডেল থানা ওসি তদন্ত আরিচুল হক ও এ.এস.আই আমিনুল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতরা হলো ব্রাহ্মন সাখুয়ার আবু তাহের ভূইয়া ছেলে আমির হোসেন ভূইয়া (৩০) ও চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আমিন বেপারীর ছেলে অলিউল্লাহ বেপারী (৩০)। পুলিশ সূত্রে জানাযায় আটককৃতরা বিজ্রের গোড়ায় সি.এন.জি রেখে মডেল থানার পিছনে এসে দাড়িয়ে প্রসাব করে পরিবেশ দূষন করেছিল। এসময় পুলিশ তাদের দেখতে পেয়ে গ্রেফতার করে। তাদেরকে ৩৪ ধারায় আসামী দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। সি.এন.জি চালকরা প্রতিদিন এভাবেই লেডি প্রতিমা হাই স্কুলের পাশে থানা প্রাঙ্গন এলাকায় প্রসাব ও ব্রজ্য ত্যাগ করায় পরিবেশ দূষন হচ্ছে। অবশেষে তাদের দুজনকে আটক করে জেল হাজতে প্রেরন করে।