আকলিমা আক্তার রিক্তা
আমার অনেক কিছু দরকার নেই
শুধু তোমার মনের পরিশুদ্ধ আকাশ দরকার।
যে আকাশ হবে সীমাহীন প্রান্তরের মত
যে আকাশে থাকবে উদ্দাম ভালবাসার দ্যুতি
আমার শুধু তোমার মনের একলা আকাশ দরকার
যেথায় অন্য কেউ ঘুরি উড়াবেনা
শুধু আমি ই এলো চুলে মুগ্ধ হয়ে নাটাই হাতে ঘুরি উড়াব।
তোমার আকাশ থেকে ঝড়ে পড়া বৃষ্টিতে ভিজে
বৃষ্টির জলে সিক্ত করব প্রান।
তোমার বিশাল আকাশে পাখী হয়ে
শুধু মাত্র আমি ই ডানা ঝাপটাবো
আমি তোমার কাছে একটি স্বচ্ছ,নির্মল,পরিশুদ্ধ
আকাশ চাই
যে আকাশ কে আমি পরিশুদ্ধ মনে আপন
করতে পারব।
শিরোনাম:
বুধবার , ৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।